পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অর্থ ও ক্ষমতা মানুষ একসাথে হজম করতে পারেনা : চুমকি

Posted on August 4, 2017 | in জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অর্থ ও ক্ষমতা এ দুটো জিনিস মানুষ এক সাথে হজম করতে পারেনা, তাই ধর্ষণের মতো অপকর্ম ঘটায়। কেউ এটাকে কোনভাবে গ্রহণ করতে পারেনা। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাম্প্রতি বগুরায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তিনি বলেন, ভাবতেও অবাক লাগে, এধরনের ঘটনা যারা ঘটায় তারা আসলে প্রকৃত মানুষ কি না! বগুরার ঘটনায় সবার সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি।

বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী গত ছয় বছরে নারী নির্যাতনের মামলা হয়েছে ৩১ হাজারেরও বেশি। গত ছয় মাসে ৪০০’র বেশি নারী নির্যাতনের মামলা হয়েছে। একই সময়ে শিশু ধর্ষণের ঘটনা গঠেছে অন্তত ২০০টি। মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, নারী নির্যাতনের বিচারের চিত্র সংখ্যার অনেকটা নগন্য। বিচার না হওয়ার কারণেই এসব অপরাধ কমানো যাচ্ছেনা।

এসম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নানা কারণে এসব ঘটনার অনেকসময় বিচার হয়না। হয়তো শাক্ষ্য প্রমাণের সমস্যা থাকে, কিংবা ভিক্টিম তাৎক্ষনাৎ বিচার চায়না, অনেক পরে বিচার চায়। সেখানেও অনেক জটিলতা থাকে। এসব কারণে হয়তো সব মামলার বিচার সম্পন্ন হয়না। তবে ইতিবাচক দিক হচ্ছে, এখন মানুষ সচেতন হয়েছে। বিচার চাইতে শিখেছে। এভাবেই ধীরে ধীরে ধর্ষণের প্রবণতা কমে আসবে।
সূত্র: বিবিসি বাংলা

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud