পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঘরে বসে চিকিৎসা সেবা পাচ্ছেন চিকুনগুনিয়া আক্রান্তরা

Posted on August 1, 2017 | in স্বাস্থ্য | by

ডেস্ক রিপোর্ট : বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে তারা। এর ফলে রোগীরা সঠিক নির্দেশনা পাওয়ার পাশাপাশি সচেতনতা তৈরি হলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা।

বাড়ি বাড়ি যাচ্ছেন চিকিৎসকরা। আগের দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেডিকেল টিম কয়েকটি ভাগে ভাগ হয়ে সকাল থেকে রাজধানীতে তাদের কার্যক্রম শুরু করে।

মূলত 09611000999 এই হটলাইনে ফোন করে যারা চিকিৎসা সেবা চাচ্ছেন তাদের কাছেই পৌঁছে দেয়া হচ্ছে এই সেবা। আর ঘরে বসে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চিকুনগুনিয়া আক্রান্ত রোগী এবং তাদের স্বজনরা।

গত কয়েক মাস ধরে রাজধানীবাসির কাছে আতঙ্কের নাম চিকুনগুনিয়া। আর মশকবাহী এই রোগ প্রতিরোধে দুই সিটি করপোরেশনের ভুমিকা নিয়েও ছিল নানা সমালোচনা। সেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যোগে কিছুটা হলেও ভরসা পাচ্ছেন চিকুন গুনিয়া আক্রন্তরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud