পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বছর শেষে জনশক্তি রপ্তানিতে এবার রেকর্ড হবে’

Posted on July 27, 2017 | in প্রবাসী জীবন, সারা দেশ | by

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চলতি বছরের প্রথম সাত মাসেই পাড়ি জমিয়েছেন পৌনে ছয় লাখ বাংলাদেশি শ্রমিক। বছর শেষে জনশক্তি রপ্তানিতে এবার রেকর্ড হবে বলে প্রত্যাশা জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর। তবে, জনশক্তি রপ্তানিকারকদের মতে, পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি করা না গেলে আগামীতে বিদেশে কর্মী পাঠানো কঠিন হবে। কর্মীরা যেন প্রতারণার শিকার না হয় তা নিশ্চিত করতে দূতাবাসগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ রামরু’র।

২০০৮ সালে বাংলাদেশ থেকে সবোর্চ্চ ৮ লাখ ৭৫ হাজার কর্মী কাজ নিয়ে বিভিন্ন দেশে যায়। এরপর ক্রমশ কমতে থাকে বিদেশে কর্মী প্রেরণ। ২০০৯ সালে একই সাথে দুটি বড় শ্রমবাজার সৌদিআরব ও মালয়েশিয়া, বাংলাদেশী কর্মী নেয়া বন্ধ করে দিলে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে।

তবে সরকারি উদ্যোগে দেশ দুটিতে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় ২০১৬ থেকে জনশক্তি রপ্তানিতে গতি আসে। গেল বছরে মোট ৭ লাখ ৫৭ হাজার জন বিদেশে গেলেও চলতি বছরে এখন পর্যন্ত গেছে পৌনে ছয় লাখেরও বেশি কর্মী ।

বিএমইটি মহাপরিচালক সেলিম রেজা, ‘এই বছর আমরা যে ট্রেন দেখছি এটা গত থাকলে আমা করছি প্রায় ১০ লক্ষ লোকের বৈদেশিক কর্মসংস্থান হবে। যেটি বাংলাদেশের সব অতীতের রেকর্ড অতিক্রম করবে।’

তবে মধ্যপ্রাচ্য নির্ভরতাকে জনশক্তি রপ্তানির জন্য বিপদজনক বলে মনে করে, অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারী সংগঠন রামরু। এক্ষেত্রে নতুন বাজার তৈরি ও কর্মীদের প্রতারিত হওয়া রোধে দূতাবাসগুলোকে তৎপরেতা বাড়ানোর পরামর্শ সংগঠনটির। বিএমইটির মহাপরিচালক জানান, জাপান, রাশিয়াসহ বেশ কিছু দেশে কর্মী প্রেরণের চেষ্টা চলছে।

রামরু সমন্বয়ক সিএস আবরার, ‘আমাদের বড় ধরণের একটা নির্ভরতা মধ্যে প্রাচ্য। এই নির্ভরতা আমরা কমাতে পারছি না। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ঠিক যতখানি সফল হওয়া প্রয়োজন তা এখনও হয়নি। দূতাবাসের সক্ষমতা বাড়াতে হবে।’

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে, প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা না গেলে আগামীতে বিদেশে কর্মী প্রেরণ বন্ধ হয়ে যাবে।এজন্য আন্তর্জাতিমানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সরকারি সহায়তা চান তারা।

বায়রা সভাপতি বেনজির আহমে বলেন, ‘আমাদের দক্ষ শ্রমিক কম। এটা যদি এখন বাড়াতে না পারি তাহলে কিছুদিন পর দেখা যাবে বাংলাদেশের কর্মী আর বিদেশ পাঠানো যাবেনা।’

বাংলাদেশ বিশ্বের ১শ ৬২টি দেশে মানুষ পাঠালেও এখনো ৮০ শতাংশ কর্মীই যায় মধ্যপ্রোচ্যে। নুতন বাজার সম্প্রসারণে সম্ভাবনাময় ৫০টি দেশের ওপর সমীক্ষা করা হচ্ছে বলে জানায় বিএমইটি। সময়টিভি অনলাইন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud