পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টঙ্গীতে টাম্পাকোর ধ্বংসস্তূপের উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

Posted on September 12, 2016 | in জাতীয় | by

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে ভারী যন্ত্রপাতি নিয়ে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান।to2

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান বলেন, ‘টাম্পাকোতে রানা প্লাজার চেয়ে অনেক বেশি গার্বেজ জমে আছে। গার্বেজ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে। সোমবার থেকে কাজ শুরু করলেও ঈদের পরের দিন থেকে সেনা সদস্যরা পুরোদমে কাজ করবেন।’ এই সেনা কর্মকর্তা আরও জানান, ‘এখানে ইথাইলের মতো কেমিক্যালের ড্রাম রয়েছে। এসব জায়গায় কাজ করার মতো অভিজ্ঞতা তাদের নেই। ইথাইল ড্রামগুলো তারা স্পর্শ করবেন না। এটাকে বাদ দিয়ে যতটুকু সম্ভব গার্বেজ ক্লিয়ার করবেন।’

সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করছেন গাজীপুর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।

গাজীপুরের দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ‘সোমবার ভোর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন।’

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, ‘সোমবার সকাল ৭টা থেকে দুপুর পৌনে তিনটা আরও তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud