পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লাইভ ভিডিও প্রচার সুবিধা আনলো ফেসবুক

Posted on April 7, 2016 | in তথ্যপ্রযুক্তি | by

তথ্য প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো সরাসরি ভিডিও তৈরি এবং শেয়ারের সুযোগ। আজ (বুধবার) থেকেই সবার জন্য সরাসরি সুবিধাটি চালু করলো ফেসবুক। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুকে তার পেজে এমনটি জানান।

সামাজিক মাধ্যমটি নিজেকেও সরাসরি উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলেও জানান তিনি।PLmgqo7xe29K

তবে এই সুবিধাটি হলে একটি টিভি ক্যামেরা নিজের কাছে রাখতে হবে। জুকারবার্গ জানান, এই সুবিধা পেতে আপনার পকেটে একটি টিভি ক্যামেরা রাখতে হবে। এর মাধ্যমে যে কেউ একটি মোবাইল ফোনের সাহায্যে নিজেকে পৃথিবীর যে কারও সামনে সরাসরি উপস্থাপনের মতা পাবে।

এর ফলে যোগাযোগ আরও প্রাণবন্ত হবে মন্তব্য করে যোগাযোগের ধারায়, এটি একটি বিরাট উত্তরণ উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যখন আপনার মিথষ্ক্রিয়াটি সরাসরি হবে, আপনি ব্যক্তিগতভাবে আরও যুক্ত হওয়ার অনুভূতি পাবেন। মানুষদের সম্পৃক্ত থাকার জন্য এটা নতুনতর সুযোগ সৃষ্টি করবে বলেও অভিমত তার।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্যাসিফিক টাইমে ১০.৩০ এএম নিজেকে সরাসরি উপস্থাপন করবেন বলে জানান। এবং কিছু নতুন পণ্য সম্মন্ধে ব্যবহারকারীদের প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud