পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হরতাল-অবরোধে রেলওয়ের ক্ষতি ৯৪ কোটি টাকা

Posted on February 17, 2014 | in জতীয় সংসদ | by

parlament_bg_434148202সংসদ অধিবেশন থেকে:  বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও ধ্বংসাত্মক কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ের আর্থিক ক্ষতি হয়েছে ৯৪ কোটি টাকা। এর মধ্যে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হতে অক্টোবর পর্যন্ত ২৪ কোটি এবং নভেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মাহমুদ ইস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক সংসদে এ তথ্য জানান। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলওয়ের জনবল বৃদ্ধির লক্ষ্যে ২টি পুলিশ সুপারের পদসহ ১ হাজার ৪৪১টি জনবল বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud