পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ্রুত বিচার আইন থাকছে আরও ৫ বছর

Posted on February 17, 2014 | in জাতীয় | by

image_13198স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত ‘দ্রুত বিচার আইন’-এর মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আইনটি বহাল থাকবে ২০১৯ সালের ৭ই এপ্রিল পর্যন্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এই সিদ্দান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ৭ই এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনের কার্যকাল বাড়ানো হয়েছে। আগামী ৭ই এপ্রিল এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১২ সালে আরও দুই বছর আইনটি বলবৎ রাখার সিদ্ধান্ত হয়। সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার বছরের জন্য আইনটির কার্যকাল বাড়ানোর প্রস্তাব করলেও মন্ত্রিসভা গুরুত্ব বিবেচনা করে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি সংসদে তোলা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud