পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টাইগারদের লক্ষ্য ১৮১

Posted on February 17, 2014 | in খেলাধুলা | by

179039ঢাকা: শুরুটা করলেন রুবেল হোসেন। মাঝে দর্শকদের উল্লাসে মাতালেন ওয়ানডেতে অভিষেক হওয়া দুই বোলার আরাফাত সানি ও আল-আমিন হোসেন। বাংলাদেশের বোলারদের তোপে পড়ে প্রথম ওয়ানডেতে ৬৭ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। কিন্তু এরপর থিসারা পেরেরা ও সাচিত্রা সেনানায়েক স্বাগতিক ফিল্ডারদের কাছে চারবার জীবন পায়। এর মাশুল গুনতে হয়েছে মুশফিক বাহিনীকে। শেষ পর্যন্ত সোহাগ ‍গাজী লাসিথ মালিঙ্গাকে আউট করলে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮০ রানে।  কুশল পেরেরা ও তিলকরত্নে দিলশান ঝড় তোলেন শুরুতেই। চতুর্থ ওভারে দিলশানকে ৩ রানে সাজঘরে পাঠিয়ে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। ডানহাতি পেসার নিজের পরের ওভারে কুশলকে (২০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন।  কয়েক ওভার বিরতিতে আল-আমিনের বলে আরাফাতের তালুবন্দি হন লঙ্কানদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, ৮ রান করেন তিনি। পরের ওভারে সাকিব আল ‍হাসানের বলে ব্যাটে প্যাডে লেগে আউট হন আশান প্রিয়ঞ্জন।

৫২ রানের মধ্যে চার উইকেট হারানোর পর আরাফাতের জোড়া আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ১৫ রান যোগ করতে আরও চারজন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ৩ ও নুয়ান কুলাসেকারাকে খালি হাতে ফেরান আরাফাত। দিনেশ চান্দিমাল ১৩ ও কিথুরুয়ান ভিথানেজ ৭ রানে একইভাবে রান আউট হন। বাংলাদেশের কাছে সর্বনিম্ন হারের শঙ্কায় পড়েছিল লঙ্কানরা। সফল হতে পারত স্বাগতিকরা। কিন্তু ২৩তম ওভারে আরাফাতকে লং অনে মেরেছিলেন থিসারা। কিন্তু সীমানার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাত ফসকে চলে যায় ওপারে। একইভাবে সোহাগ গাজীর বলে জীবনও পান, ছয়ও পান তিনি।  মাঝে সেনানায়েকের একটি শট স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর হাত গলে বেরিয়ে যায়। ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয়বারের মতো জীবন পান ৩১তম ওভারের তৃতীয় বলে। মিডঅন ও মিডউইকেটের মাঝামাঝিতে উড়ে আসা বলটি হাতে জমাতে ব্যর্থ হন সাকিব।  ৬ ও ৩০ রানে দুবার জীবন পাওয়া থিসারা ৪০ বলে তৃতীয় ফিফটি পান। এরপরই সেনানায়েককে ৩০ রানে বোল্ড করেন সাকিব। থিসারা ক্যারিয়ার সেরা ৮০ রানে অপরাজিত ছিলেন।

ঘাড়ের ব্যথায় তামিম ইকবালকে ছাড়াই এদিন শ্রীলঙ্কার বিপক্ষে নামে বাংলাদেশ। দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে সোমবার নির্ধারিত সময়ের চেয়ে পৌনে দুই ঘণ্টা পর খেলা শুরু হয়। ৪৩ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।  টি-টোয়েন্টির পর এদিন ওয়ানডেতেও অভিষেক হয়েছে স্পিনার আরাফাত সানির। বাংলাদেশের পক্ষে ১০৯তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ক্যাপ পরলেন তিনি। দেশের ১১০তম ওয়ানডে ক্যাপ পরেন আল-আমিন। তামিম ছাড়াও বাদ পড়েছেন নাঈম ইসলাম, শফিউল ইসলাম ও মাশরাফি মুর্তজা। উইকেটের পেছনে থাকবেন এনামুল হক।

এর আগে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের সঙ্গে ১-০ তে হেরেছে। আর শেষ বলে দুটি টি-টোয়েন্টিতে লড়াই করে হার মেনেছে স্বাগতিকরা। বাংলাদেশ: এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আরাফাত সানি ও রুবেল হোসেন। শ্রীলঙ্কা: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, আশান প্রিয়ঞ্জন, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সাচিত্রা সেনানায়েক, লাসিথ মালিঙ্গা ও কিথুরুয়ান ভিথানেজ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud