পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিজ্ঞাপন, বিলবোর্ড ও গাড়ির নেমপ্লেটে বাংলায় লিখতে হাইকোর্টের নির্দেশ

Posted on February 17, 2014 | in জাতীয় | by

35779205 (1)ঢাকা : আগামী এক মাসের মধ্যে গণমাধ্যমের সকল বিজ্ঞাপন, বিলবোর্ড, গাড়ির নম্বরপ্লেট ও নেমপ্লেট বাংলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চে এ নির্দেশ দেন। এ বিষয়ে এক আবেদনের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন এডভোকেট ইউনুস আলী আকন।

এর আগে রবিবার আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কার্যকর চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ড. ইউনূস আলী আকন্দ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনটি বাংলায় লেখা হয়।

রিট আবেদনে বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বাংলা ভাষা আইন সর্বত্র অনুসরণ করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং ওই আইনের ৪ ধারা অনুসারে প্রয়োজনীয় বিধি জারি করার নির্দেশনা কেন দেয়া হবে না- এ বিষয়ে রুল চাওয়া হয়।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud