পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কঠিন চাপে শ্রীলংকা ৬৬/৮

Posted on February 17, 2014 | in খেলাধুলা | by

178795ডেস্ক রিপোর্ট : ৮উইকেট পতনে চাপের মুখে পড়েছে সফররত শ্রীলংকা। ১৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ হয়েছে ৬৬ রান। বাংলাদেশি পেসার রুবেল হোসেনের জোড়া আঘাতের পর অভিষেক ওয়ানডে ম্যাচে দলের তৃতীয় উইকেট নেয় আল-আমিন হোসেন। কুমার সাঙ্গাকারাকে ৮ রানে আরাফাত সানির তালুবন্দি করাতে বাধ্য করেন তিনি। ১০ ওভার এক বলে তিন উইকেটে ৪৩ রান করেছে শ্রীলঙ্কা।

এর আগে তিলকরতেœ দিলশান ও কুশল পেরেরার ঝড়ো গতির জুটি ভাঙ্গেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। দিলশানকে (৩) মিডউইকেটে তালুবন্দি করেন মুশফিকুর রহিম। নিজের পরের ওভারে এলবিডবøুর জোরালো আবেদনে সাড়া পান এই পেসার। কুশল উইকেট হারান ২০ রানে।
ঘাড়ের ব্যথায় তামিম ইকবালকে ছাড়াই প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে সোমবার নির্ধারিত সময়ের চেয়ে পৌনে দুই ঘণ্টা পর খেলা শুরু হলো। ৪৩ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।
টি-টোয়েন্টির পর এদিন ওয়ানডেতেও অভিষেক হয়েছে স্পিনার আরাফাত সানির। তামিম ছাড়াও বাদ পড়েছেন নাঈম ইসলাম, শফিউল ইসলাম ও মাশরাফি মুর্তজা। উইকেটের পেছনে থাকবেন এনামুল হক।
প্রথম পাওয়ার প্লে হবে নয় ওভারের, আর দ্বিতীয়টি হবে চার ওভারের
এর আগে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের সঙ্গে ১-০ তে হেরেছে। আর শেষ বলে দুটি টি-টোয়েন্টিতে লড়াই করে হার মেনেছে স্বাগতিকরা।
বাংলাদেশ: এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউলøাহ, সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আরাফাত সানি ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা: তিলকরতেœ দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, আশান প্রিয়ঞ্জন, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সাচিত্রা সেনানায়েক, লাসিথ মালিঙ্গা ও কিথুরুয়ান ভিথানেজ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud