পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এ যাবত কালের অ্যাকশন ছবিগুলোকেও হার মানিয়েছে ‘অগ্নি’ (ভিডিও)

Posted on February 16, 2014 | in বিনোদন | by

MAHIঅ্যাকশন, থ্রিলারের স্বাদ নিয়ে ভালোবাসা দিবসে হাজির হল ইফতেখার চৌধুরী পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অগ্নি’।ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করতে সক্ষম হয়ে ছবিটি। এই ছবিটি এ যাবত কালের অ্যাকশন ছবিগুলোকেও হার মানিয়েছে। আরেফিন শুভ’র হিরোইক প্রেজেন্স এবং মাহির সাবলীল অ্যাকশন দর্শককে করেছে হলমুখী।

ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির মারপিটের ছবির ৯০ শতাংশ শুটিং হয় থাইল্যান্ডের ব্যাংককে। দৃশ্য ধারনের কাজ আর মারপিটের দৃশ্যে ভিন্নতা আনার লক্ষে নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছেন পরিচালক। তবে অতিরিক্ত কোন কিছুই করা হয়নি। অগ্নি ছবিতে ঠিকভাবেই চিত্র ফোটাতে চেয়েছেন ফাইট ডিরেক্টর আরমান এবং পরিচালক ইফতেখার চৌধুরী।

ঝকঝকে প্রিন্ট কেবল মাত্র অনন্ত জলিলের ছবিতেই পাওয়া যাবে এমনটা ভুল প্রমাণ করলেন পরিচালক ইফতেখার চৌধুরী। ভালো প্রিন্ট এবং মুভির গ্রাফিক্সের কাজের নৈপুণ্যতা ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড মুভির অ্যাকশন কপিতে মোটামুটি উতরে গেছেন নায়িকা মাহি। তবে যথারীতি ছবির মূল আকর্ষণ ছিল আরেফিন শুভ। তার অভিনয় দক্ষতা, স্টান্ট পারদর্শিতা মোট কথা এই হিরো একাই টেনে নিয়ে গিয়েছেন ছবিটিকে।

অ্যাকশন, থ্রিলারের স্বাদ নিয়ে ভালোবাসা দিবসে হাজির হল ইফতেখার চৌধুরী পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অগ্নি’।ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করতে সক্ষম হয়ে ছবিটি। এই ছবিটি এ যাবত কালের অ্যাকশন ছবিগুলোকেও হার মানিয়েছে। আরেফিন শুভ’র হিরোইক প্রেজেন্স এবং মাহির সাবলীল অ্যাকশন দর্শককে করেছে হলমুখী।

ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির মারপিটের ছবির ৯০ শতাংশ শুটিং হয় থাইল্যান্ডের ব্যাংককে। দৃশ্য ধারনের কাজ আর মারপিটের দৃশ্যে ভিন্নতা আনার লক্ষে নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছেন পরিচালক। তবে অতিরিক্ত কোন কিছুই করা হয়নি। অগ্নি ছবিতে ঠিকভাবেই চিত্র ফোটাতে চেয়েছেন ফাইট ডিরেক্টর আরমান এবং পরিচালক ইফতেখার চৌধুরী।

ঝকঝকে প্রিন্ট কেবল মাত্র অনন্ত জলিলের ছবিতেই পাওয়া যাবে এমনটা ভুল প্রমাণ করলেন পরিচালক ইফতেখার চৌধুরী। ভালো প্রিন্ট এবং মুভির গ্রাফিক্সের কাজের নৈপুণ্যতা ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড মুভির অ্যাকশন কপিতে মোটামুটি উতরে গেছেন নায়িকা মাহি। তবে যথারীতি ছবির মূল আকর্ষণ ছিল আরেফিন শুভ। তার অভিনয় দক্ষতা, স্টান্ট পারদর্শিতা মোট কথা এই হিরো একাই টেনে নিয়ে গিয়েছেন ছবিটিকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud