November 6, 2025
ঢাকা: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, “ইসলাম ও দেশপ্রিয় জনগনের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিজের রাজনৈতিক মৃত্যুই ডেকে আনছে। নিপীড়নমূলক আচরণ থেকে দ্রুত সরে না দাঁড়ালে সরকারকে ছাত্রজনতার কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হবে। ছাত্রশিবিরও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সরকার পতনের একদফা আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”
যুদ্ধাপরাধ বিচার ট্রাইবুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিলকে শান্তিপূর্ণ উল্লেখ করে শিবির নেতারা বলেন, “মিছিলে পুলিশের নির্বিচার গুলি, নির্যাতন ও অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বিচার গুলির জবাব সরকারকে যথাসময়ে দেয়া হবে।”
তারা বলেন, “সরকার একদিকে জামায়াত নেতাদেরকে সাজানো রায়ের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর অপচেষ্টা করছে, অন্যদিকে এই ষড়যন্ত্রের কোনো প্রতিবাদও করতে দিচ্ছে না। মঙ্গলবারের মিছিলে যেভাবে জামায়াত-শিবির নেতাকর্মীরা রাস্তায় নামা মাত্র গুলি করা হয়েছে তা মানবাধিকারের চরম লংঘন। এভাবে দেশের জনগনকে গুলি করার হুকুম দিয়ে আওয়ামী সরকার নিজেকে দেশের শত্রু হিসেবে পরিণত করেছে।”
ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচি চলাকালে রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিলে সাধারণ মানুষসহ জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে দাবি শিবিরের।
এসবের ‘জবাব’ সরকারকে যথাসময়ে দেয়া হবে বলেও বিবৃতিতে হুমকি দেয়া হয়।