November 5, 2025
ঢাকা: জামায়াত নেতা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিকাল ৪টায় তিন মিনিট থমকে দাঁড়িয়েছিল গোটা দেশ। শাহবাগের প্রজন্ম চত্বরে লাখো মানুষ দু’ হাত উঁচিয়ে তিন মিনিট নিরবে দাঁড়িয়ে থাকে। শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ের সামনে, ১৪ দলের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, পুরানা পল্টনে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী এবং জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তিন মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।
এছাড়া রাজধানীর প্রায় সর্বত্রই যে যে অবস্থায় ছিল তারা সে অবস্থায়ই তিন মিনিট দাঁড়িয়ে শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে।
শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান সোমবার বিকালে দেশবাসীর প্রতি নীরব প্রতিবাদের আহ্বান জানান।
এছাড়া কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে বিকাল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত নীরবে দাঁড়াবেন সংসদ সদস্যরাও।
বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা এ নীরবতা পালন করবেন।
তবে এতে ১৪ দলের সংসদ সদস্যদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।