পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গোপালগঞ্জে ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

Posted on February 12, 2013 | in সারা দেশ | by

†MvcvjM‡Ä duvwmi `vwe‡Z wk¶v_©x‡`i K¬vm eR©bগোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিভিন্ন সেøাগান দেয়। বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রধান ফটকের সমানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া সকালে একই দাবিতে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে সোমবার রাতে একই দাবিতে গোপালগঞ্জের ছিন্নমূল শিশুরা বিক্ষোভ মিছিল করে। তারা শহরের পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক দ্বীপে প্রজম্ম মঞ্চে হাজির হয়।
সমাজের বঞ্চিত এ সব শিশুদের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন ছিল চোখে পড়ার মতো। তারা গভীররাত পর্যন্ত বিভিন্ন শ্লোগানে মাতিয়ে রাখে প্রজন্ম মঞ্চ। প্রজন্ম মঞ্চে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা আয়োজন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud