November 5, 2025
ঢাকা : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাকি ১০ বাংলাদেশির লাশ বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাতজনের লাশ আসে।
বাংলাদেশ বিমানের বিজি-০২৮ ফ্লাইটটি সোমবার দুপুর ১২টার দিকে লাশ নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
নিহতদের মধ্যে রয়েছেন- রাজবাড়ির জয়নাল কবিরাজ, লক্ষ্মীপুরের ফারুক হোসাইন ও ফারুক হোসেন, মুন্সিগঞ্জের বাশার, ফরিদপুরের রোকন মুন্সি ও শাহজাহান মোল্লা, কুমিল্লার হাবিবুর রহমান, আনোয়ার হোসেন ও নূর আলম এবং নেত্রকোনার উজ্জল মিয়া।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, লাশ পরিবহন ও দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তীতে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ দুই লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
বিমানবন্দরের ৮নং হ্যাঙ্গার গেট দিয়ে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও বিমানবন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, একজন ভারতীয় এবং বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি।
৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টার দিকে আবুধাবির আল আইন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ৪০ আসনের একটি বাসে ৫৫ জন এশীয় নাগরিক কাজে যাওয়ার পথে আবুধাবির আল আইন এলাকায় পৌঁছলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।