November 5, 2025
বিনোদন ডেস্ক: মা হচ্ছেন অভিনেত্রী নোভা। আসছে জুলাই মাসের শেষের দিকে তার কোলজুড়ে আসবে নতুন অতিথি। বর্তমানে সন্তানের জন্যই অপেক্ষা নোভার। শুটিং পুরোপুরি বন্ধ। বাসাতেই থাকছেন সব সময়। এর অবশ্য কারণও আছে।
তার চিকিৎসক স্কয়ার হাসপাতালের ডাক্তার খালেদা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। নোভাও ঠিকঠাক মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ। তিনি বলেন, আমার দিন-রাত সব এক হয়ে গেছে। অপেক্ষা করছি চাঁদমুখ দেখার জন্য। নোভা বর্তমানে তার বড়বোনের ধানমন্ডির বাসায় আছেন।
তার স্বামী নির্মাতা রায়হান খানও সেখানেই স্ত্রীর সঙ্গে থাকেন। স্বামী-স্ত্রী দু’জনই এখন নতুন সদস্যের আগমন ঝুঁকিহীন করতে ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, নোভা প্রায় আকস্মিকভাবেই ২০১১ সালের ১১ই নভেম্বর রায়হান খানকে বিয়ে করেন। রায়হান তার আগের স্ত্রী এবং সন্তানদের রেখে নোভার সঙ্গে সংসার শুরু করেন।
এ নিয়ে বেশ কয়েকটি দৈনিকে খবর প্রকাশ হয়েছিল সে সময়। তখন খবরটি অস্বীকার করেছিলেন নোভা-রায়হান। এরপর তারা এখন পর্যন্ত তাদের বিয়ের কথা মিডিয়াকে মুখ ফুটে বলেননি। এখন তাদের ঘরে আসছে নতুন সদস্য। তাই স্বাভাবিকভাবেই বিয়ের খবর সত্যতে পরিণত হলো। মা হওয়ার খবরের সত্যতা যাচাইয়ে নোভাকে ফোন দিলে তিনি সাবলীলভাবে বলেন, হ্যাঁ, আমি মা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।