পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আশরাফুল ভক্তদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ

Posted on June 9, 2013 | in খেলাধুলা | by

Ashraful-cricket-sm20130604042252

স্পোর্টস রিপোর্টার: ফিক্সিংয়ের দায় স্বীকার করা মোহাম্মদ আশরাফুলের পক্ষে মানববন্ধন করতে পারেননি ভক্তরা। সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভক্তরা মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়।

ফেসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাব সকাল ১০টায় এ মানববন্ধনের কর্মসূচি করার ঘোষণা দিয়েছিল। খবর পেয়ে সকাল থেকেই পুলিশ এবং র‌্যাব সেখানে অবস্থান নেয়। সকাল থেকে কয়েকটি ছোট ছোট মিছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। তবে মানববন্ধন শুরুর আগেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মিরপুর জোন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানববন্ধনের জন্য অনুমতি না নেয়ায় তাদের রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি। মানববন্ধনে অংশ নিতে আসা সেলিম নামের একজন বলেন, আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে।

তিনি দোষ স্বীকার করেছেন চাপে পড়ে। এজন্য আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের তাড়িয়ে দিয়েছে।
বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা বিভাগ আকসু আশরাফুলের বিরুদ্ধে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় সব ধরনের ক্রিকেট থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আশরাফুল দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud