September 16, 2025
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় জুতার ভেতরে স্বর্ণের চোরাচালান করার সময় এক কেজি ৩০০ গ্রাম স্বর্ণ ও ৮৮ হাজার ৪১২ মালয়েশিয়ান রিংগিতসহ গোলাম নব্বানী (৩৯) নামে এক আন্তর্জাতিক চোরাচালানিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এবিপিএন)।
শনিবার রাত সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আসার সময় তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্যে প্রায় ২০ লাথ টাকা। এ সময় গ্রেফতারকৃতের অপর সহযোগী শহিদুল পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া ৮৮ হাজার ৪১২ মালেয়শিয় রিংগিত ও পার্সপোর্ট জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির গ্রামের বাড়ি নরসিংদীতে।