পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১২ জুন নিউইয়র্ক যাচ্ছেন সেনাপ্রধান

Posted on June 6, 2013 | in দুর্নীতি দমন কমিশন | by

Chief-of-army-ikb_-

১২ জুন নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিন দিনের এই সফরে সেনা প্রধান শান্তি মিশনের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশ মিশন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড, একে আবদুল মোমেন জানিয়েছেন,জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসুস ও ফিল্ড সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সঙ্গে সেনা প্রধানের বৈঠক হবে।

আবদুল মোমেন জানান, শান্তি মিশনে বাংলাদেশের আরও জোরালো অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করতেই বাংলাদেশ সেনা প্রধানের এই সফর।

ড. একে আবদুল মোমেন জানান, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ইক্যুপমেন্ট সরবরাহের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আর এ বিষয়গুলো সেনা প্রধানের এবারের সফরে গুরুত্ব পাবে।

বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায় দায়িত্বপালনরত বাংলাদেশি অফিসার ও সেনাদের যাতায়াতে নিজস্ব বিমান ব্যবহার, তাদের ড্রেস, টুপি, বুটসহ বিভিন্ন ব্যবহার সামগ্রী বাংলাদেশ সরবরাহ করবে বলে এই প্রস্তাবে বলা হয়েছে।

আবদুল মোমেন বলেন, সেনা প্রধানের এই সফর অনেকটা রুটিন সফর। প্রতিবছরই একবার বাংলাদেশের সেনাপ্রধান জাতিসংঘে আসেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud