November 5, 2025
বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে।
রোববার বগুড়া জেলা বিএনপির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় তাদের রহমানের মুক্তির দাবি করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, বেলা ৩টায় জেলা বিএনপি জরুরী সভায় সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।