পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিবিরের মুখপাত্র আরাফাত আটক

Posted on May 26, 2013 | in রাজনীতি | by

yasin20130525232044

ঢাকা: কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাতাকে সাদা পোশাকের পুলিশ আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের সদস্যরা শনিবার রাত ১১টার দিকে তাকে রাজধানীর মুগদা থেকে আটক করে নিয়ে যায়।
তবে, ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে আটকের ব্যাপারে কিছু জানানো হয়নি।
আরাফাতের ছোট ভাই নূর মোহাম্মদ জানান, রাজধানীর মুগদার ফোরলেন ১৩৪/২/এ এর শাহজাহান ভিলা নামক বাসার নিচতলা থেকে শনিবার রাত ১১টার দিকে সাদা পোশাকের গোয়েন্দারা তার ভাইকে আটক করে নিয়ে যায়।
ইয়াসিন আরাফাতের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের পূর্বরামপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সোহাব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
গত ক’মাস ধরে তিনি ছাত্রশিবিরের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud