November 5, 2025
ঢাকা: হরতাল সমর্থনে বিরোধী দলীয় ১৬ জন সংসদ সদস্য মিছিল ও সমাবেশ করেছেন সংসদ ভবন এলাকায়।
রোববার সকালে সংসদ ভবনের পূর্ব পাশে মিছিল শেষে সমাবেশ করে তারা।
সমাবেশে সাংসদ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, “আ’লীগ তথাকথিত মহাজোট সরকার সংবিধান অবরুদ্ধ করে রেখেছে। সংবিধানের ৩৬, ৩৭ ও ৩৮ ধারা অবমাননা করে তারা সব ধরনের সামাবেশ বন্ধ করে বিরোধী দলের অন্দোলন দমানোর চেষ্টা করছে।”
সম্প্রতি তারেক রহমানকে জড়িয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের দেওয়া বক্তব্য প্রসঙ্গে পাপিয়া বলেন, “তারেক রহমান কোন মৃত্যুদ- প্রাপ্ত ফেরারি আসামি নন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে।”
তিনি বলেন, “মিছিল-সমাবেশ দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে এই অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার স্বরাষ্ট্রমন্ত্রী রাখন না।”
সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী বলেন, “আগামী তিন জুন সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার দাবি নিয়ে সংসদে যাবে বিএনপি। আ’লীগ সরকারের করা একদলীয় নির্বাচন বন্ধের কথাও বলা হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ১৮ ঐক্য জোট তথা বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার কেবল ১৮ দলীয় ঐক্য জোট বা বিএনপির দাবি নয়। এ দাবি আপামর জনসাধারণের দাবি। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে জেলে আটকে রেখেও এ দাবি থেকে সরানো যাবে না।”
বিরোধী দলের উপর যত বেশি নির্যাতন চালানো হবে তত কঠিন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, “এই বাকশালী সরকার সংবিধান নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। সভা-সমাবেশ বন্ধের নামে বিরোধী দলকে আন্দোলনে বাধা দিচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে সরকারী পেটোয়া বাহিনী তৈরি করেছে। অগণতান্ত্রিকভাবে নেতাকর্মীদের জেল গেট থেকে আটক করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে।”
এসময় বিরোধী দলের উপর দমন-পীড়ন বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাংসদ আবুল খায়ের ভুঁইয়া এমপির সভাপতিত্বে সমাবেশে লুৎফর রহমান, জয়নাল আবেদীন, হারুন-অর-রশিদ, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোস্তফা আলী মুকুল, গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন আহমেদ, মোজাহার আলী প্রধান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাফিজ উদ্দিন, হাফিজুর রহমান, নিলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।