November 5, 2025
ঢাকা: ১৮ দলের ডাকা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচি নেই। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
তবে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও গত কয়েকটি হরতালে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। কিন্তু আজ সকাল থেকেই ছাত্রদলের বেশ কয়েকজন নেতার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এ নিয়ে তৃণমূল কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
অন্যদিকে ছাত্রদলকে প্রতিহত করতে আজ ক্যাম্পাসে পাহারারত অবস্থায় ছাত্রলীগকে দেখা যায়নি। সরেজমিন ঘুরে দেখা গেছে মধুর ক্যান্টিনে কয়েকজন নেতা বসে আসেন।
ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, বিক্ষোভ মিছিল না করলেও তারা দিনভর ক্যাম্পাসে অবস্থান করবেন।
এদিকে হরতালে ঢাবিতে ক্লাস বন্ধ থাকলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক জানান, সকালে শিফটের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। বিকেলেও কলা ভবন, কার্জন হলসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল থেকেই ক্যাম্পাস ঘুরে দেখা গেছে হরতালের কারণে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। বিভিন্ন বিভাগে তালা ঝুলছে। পরিবহন বন্ধ রয়েছে।