পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বার্সায় যাচ্ছেন নেইমার

Posted on May 26, 2013 | in খেলাধুলা | by

Neymarইচ্ছা ছিল লিওনেল মেসির পাশে খেলার। শনিবার তা পূরণের ঘোষণা দিলেন নেইমার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোতেই যোগ দিচ্ছেন উদীয়মান ব্রাজিল ফুটবল তারকা।

২১ বছর বয়সী বর্তমান এই সান্তোস ফরোয়ার্ড ন্যু ক্যাম্পকেই বেছে নিলেন,‘সোমবার আমি বার্সেলোনার সঙ্গে চুক্তি করব। নয়টি দারুণ বছর কাটানোর জন্য সান্তোস ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে সান্তোস ভাইস প্রেসিডেন্ট নেইমারকে নিতে বার্সা-রিয়াল মাদ্রিদের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছিলেন একদিন আগেই। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় ছিলেন।
সান্তোসের হয়ে ২৫৬ ম্যাচে ১৫৬ গোল করে ইতিমধ্যে আন্তর্জাতিক তারকা বনে গেছেন নেইমার। তাকে নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। বার্সার চেয়ে বেশি বেতনও দিতে রাজি ছিল রিয়াল। কিন্তু নিজ পছন্দেই ন্যু ক্যাম্পে মেসিদের পাশে দাঁড়ালেন নেইমার,‘ভিন্ন একটি মুহূর্ত এটি। সান্তোসকে বিদায় জানাতে হবে ভেবে খারাপ লাগছে। আর নতুন চ্যালেঞ্জ নিতে হবে তাই খুশিও লাগছে।’
ব্রাজিলের জার্সি গায়ে ৩২ ম্যাচে ২০ গোল করা নেইমারের হাত ধরেই ২০১১ সালে পেলে যুগের পর প্রথমবার কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছিল সান্তোস।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে রোববার সান্তোসের হয়ে শেষ ম্যাচ খেলবেন নেইমার। শেষ ম্যাচে নামার অনুভূতি লিখলেন এই তারকা,‘আরেকবার মাঠের নামার সুযোগ পেতে চাই। আমার নাম ভক্তরা চিৎকার করে বলছে তা শুনতে চাই।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud