November 5, 2025
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হাইসেন্সের পরিচিতি মূলত হাই ডেফিনেশন টিভি নির্মাতা হিসেবে। এবারে হাইসেন্স কর্তৃপক্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাইসেন্স সম্প্রতি ‘সিরো ৭ এলটি’ ও ‘সিরো ৭ প্রো’ নামের সাত ইঞ্চি মাপের দুটি মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২৩ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিরো ৭ প্রো ট্যাবটিতে রয়েছে এনভিডিয়ার কোয়াড কোর প্রসেসর, উন্নত রেজুলেশনের ডিসপ্লে, এক গিগাবাইট র্যাম। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম-নির্ভর আট গিগাবাইট তথ্য ধারণক্ষমতার ট্যাবলেটটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, ব্লুটুথ ও এনএফসি প্রযুক্তি। এ ট্যাবলেটটি ১৪৯ মার্কিন ডলারে বিক্রি করবে হাইসেন্স।
এদিকে সিরো ৭ এলটি ট্যাবটিতে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও চার গিগাবাইট মেমোরি। এ ট্যাবলেটটি ৯৯ মার্কিন ডলারে বিক্রি করবে হাইসেন্স।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সাশ্রয়ী ট্যাবলেটের বাজারে হাইসেন্সকে আমাজন ও নেক্সাস ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।