পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আইপিএলকে না বললো ‘পেপসি’

Posted on May 25, 2013 | in খেলাধুলা | by
image_39105
ঢাকা: একের পর এক আলোচিত খবরের যোগান দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারও তার ব্যতিক্রম নয়। আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এর টাইটেল স্পন্সর পেপসি।
শোনা যাচ্ছে, আইপিএলের আলোচিত স্পট ফিক্সিংয়ের ঘটনায় খানিকটা বিব্রত বহুজাতিক কোমলপানীয় প্রতিষ্ঠান পেপসি। তাই বিতর্ক এড়াতে আগে ভাগেই  নিজেদের সরিয়ে নিতে চাইছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এবারের মওসুম শেষ হলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবে তারা।
এ নিয়ে  পেপসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বর্তমানে স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে সমালোচিত হচ্ছে আইপিএল। প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর হওয়ায়, এর প্রভাব আমাদের সুনামের ওপর পড়বে বলে আশঙ্কা করছি।’
উল্লেখ্য, এবারই সর্বোচ্চ ৩১৬ কোটি রুপি দাম হাঁকিয়ে পাঁচবছরের চুক্তিতে আইপিএলের টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছিল পেপসি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud