পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নির্বাচিত নগরপিতা চান ঢাকাবাসী

Posted on May 25, 2013 | in জাতীয় | by

DCC-nort-South20130525043857

ঢাকা: দীর্ঘদিন থেকেই নির্বাচিত অভিভাবকহীন ঢাকা সিটি করপোরেশন।  ২০০২ সালে নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকাসহ সব কমিশনারের পদ ২ বছর আগে বিলুপ্ত হওয়ার পর অনির্বাচিত প্রশাসক দিয়েই চলছে সিটি করপোরেশনের কাজ।

ঢাকা সিটি করপোরেশন বিভক্তির লক্ষ্যে জাতীয় সংসদে  কণ্ঠভোটে ‘স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন বিল-২০১১’ নামে একটি বিলটি পাস হয় ২৯ নভেম্বর। নতুন আইন অনুযায়ী দুই সিটি করপোরেশন গঠনের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রাখা হয় এবং সে মোতাবেক ২০১২  ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল।

এদিকে বিল পাশের মাধ্যমে ২০০২ সালে নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকাসহ সব কমিশনারের পদ বিলুপ্ত হয়। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জন্য সরকার দু’জন প্রশাসক নিয়োগ দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরীকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে।

প্রায় দু’বছর ধরে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে দু’টি সিটি করপোরেশনের কাজ। মেয়র ছাড়া কেমন চলছে নগরীর কার্যক্রম সে প্রসঙ্গে জানতে চাওয়া হয় নগরবাসীর কাছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশরা জানান, নির্বাচিত মেয়র নগর কার্যক্রম পরিচালনা করুক এমনটাই চান তারা।

গুলিস্তানের বাইতুস-সামীর মার্কেটের মডার্ন কসমেটিকসের মালিক হাসান আলী বাংলানিউজকে বলেন, “আমাদের মতো সাধারণ জনগণের কথা কেউ মূল্যায়ন করে না। আমার মনে হয় সিটি করপোরেশন ভালই চলছে। বর্তমানে ঘুষ-দুর্নীতি কম হচ্ছে। তবে গণতন্ত্রের খাতিরে নির্বাচিত ব্যক্তিকেই এর দায়ভার তুলে দেওয়া উত্তম। আমরা নির্বাচন চাই।”

পুরান ঢাকার নাজিরা বাজারের পান ব্যবসায়ী হুসাইনের ধারণা ভিন্ন। তিনি বলেন,“ আমরা রাজধানীর মেয়র চাই। সেজন্যে সরকারকে বলছি নির্বাচন দিন। আমরা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবো। নির্বাচিত মেয়রই ঢাকার দায়িত্ব নেবেন।”

অনেকে আবার ডিসিসি নির্বাচরেন ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।

অল্প বৃষ্টিতেই নগরীতে হাটু জলের সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর কিছু সড়ক, বাসটার্মিনাল এমনকি জুরাইনে রেল লাইনও পানিতে ডুবে গেছে। নগরীতে নির্বাচিত অভিভাবক থাকলে এমন সমস্যা হত না বলে মনে করেন অনেকে।

এ বিষয়ে সায়েদাবাদ বাসটার্মিনালের সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, “অভিভাবকহীন ঢাকা আমরা দেখতে চাই না। নির্বাচিত কোনো মেয়র থাকলে তার কাছে গিয়ে হয়ত সমস্যার কথা খুলে বলতে পারতাম। কিন্তু এখন ঢাকায় তো কোনো মেয়র নেই এখন সমস্যার কথা কাকে খুলে বলব। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই অবশ্যই একজন নির্বাচিত মেয়র হোক। নির্বাচন কমিশন বার বার নান‍া কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিচ্ছে এটার অবসানও চাই আমরা।”

অনেক প্রার্থীও নির্বাচনের জন্য আগ্রহ হারিয়েছেন। কারণ এর আগে নির্বাচন কমিশন তফসিল দিয়েও যথা সময়ে নির্বাচন করতে পারেনি। সে সমস্যা থেকে উত্তরণ হলেও নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে ডিসিসি নির্বাচন নিয়ে । আর তা হল দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সুলতানগঞ্জ ইউনিয়ন। এই ইউনিয়নকে দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডের আওতায় ফেলা হয়নি। তবে এ সমস্যা থাকা সত্ত্বেও স্থানীয় সরকার ডিসিসি নির্বাচন করার জন্য তাগিদ দিচ্ছেন। যার ফলে নতুন জটিলতার ভয়ে নির্বাচন করতে রাজি না নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বাংলানিউজকে বলেন, “সুলতানগঞ্জ এখন ডিসিসি নির্বাচনের পথে প্রধান বাধা। এ সমস্যা নিরসন না করে নির্বাচন করা ঠিক হবে না। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে বলতে পারেননি তিনি।”

নগরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে বা‍ধা যাই থাকুক না কেন আর অভিভাবকবিহীন নগরী দেখতে চাননা তারা। নগরবাসী চান নির্বাচিত কোনো মেয়র এই নগরীর দায়ভার বহন করুক।

নগরবাসীর মতে বর্তমানে প্রশাসক দিয়ে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ ভাল চলছে তবে গণতন্ত্রের খাতিরে নির্বাচিত মেয়র দিয়ে নগরী পরিচালিত হওয়া উত্তম।

 

……………………..বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud