পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারেক থেকে সাবধান: হাছান মাহমুদ

Posted on May 25, 2013 | in রাজনীতি | by

image_39226_0 (1)

চট্টগ্রাম: দেশবাসীকে তারেক রহমান থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের রূপকার আর সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আর বিএনপিপন্থী কিছু বুদ্ধিজীবী টক শোর মাধ্যমে তার স্বপক্ষে গুণকীর্তন করছে। দেশবাসীকে আহ্বান জানাব, তারেক থেকে সাবধান থাকুন।’

শনিবার দেশে প্রথমবারের মতো ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) বা সার্কুলার ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বনমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা তার (তারেক রহমান) সম্পর্কে কথা বলার সময় সাবধানে কথা বলতে বলেছেন। কিন্তু আমি দেশবাসীকে আহ্বান জানাব, তারা যেন রায় দেয়ার সময় সাবধান থাকেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনসহ রেলওয়ের শীর্ষকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud