November 5, 2025
ঢাকা: দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর অবসরের দাবিতে এবার হরতাল ডেকেছে প্রফেসর শাহেদা ওবায়েদের সংগঠন ‘গড়বো বাংলাদেশ’। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে গড়বো বাংলাদেশের মুখপাত্র কামরুল হাসান নাসিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়। একইসঙ্গে রোববার জোহরের নামাজের পর দুই নেত্রী থেকে ‘মুক্তি’ পাওয়ার জন্য মোনাজাত করারও আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রকে সার্থক ও অর্থবহ করতে পারেননি। তারপরও তাদের সফলতা আছে। কিন্তু আরও বেশি সফলতার জন্য এবং দেশের মানুষের মাথাপিছু আয় দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধির জন্য এ দুই নেত্রীর অবসরে যাওয়া দেশের সাত কোটি মানুষ প্রত্যাশা করে।’
তবে এ হরতাল অহিংস চেতনায় বিশ্বাসী বলেও দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষয়ক্ষতির দায় সংগঠনটি গ্রহণ করবে না বলেও জানিয়ে দেয়া হয় বিজ্ঞপ্তিতে। তবে হরতালে সংবাদপত্রের গাড়ি ও অ্যাম্বুলেন্স আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে দেশের প্রধান দুই দলের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ সেবা করার মানসে না থেকে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আবারও হালুয়া-রুটি খাওয়ার বন্দোবস্ত করছে। অপরদিকে পুরোনো সীমাহীন দুর্নীতির সাজা এড়ানোর সন্ধানে বেগম জিয়া নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নানা সহিংসতার নীল নকশা করে সুস্থ ধারার রাজনীতি থেকে সরে যাচ্ছে। তাদের শাসনহস্ত থেকে জাতি মুক্তি চায়।’
এ প্রসঙ্গে গড়বো বাংলাদেশের প্রধান প্রফেসর শাহেদা ওবায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর এক সমাবেশের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি তারা হরতালের মতো কর্মসূচি ঘোষণা দিচ্ছে। এর আগেও একই দাবিতে একবার আধাবেলা হরতালের ডাক দিয়েছিল সংগঠনটি।