November 5, 2025
ঢাকা: নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী। শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধীতে শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ফুলে ফুলে ভরে উঠে কবির অন্তিম শয্যা।
কবির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডাকমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ আরো অনেক সাহিত্যিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা।