পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উত্তরায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

Posted on May 22, 2013 | in জাতীয় | by

 

ঢাকা: রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের সোনারগাও জনপদ মোড়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  নিহতরা হলেন-সাজু আকন্দ (২৮) ও জহিরুল ইসলাম (৩০)।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি মোর্শেদ ও র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদ জানান, র‌্যাব-১ এর একটি দল উত্তরার মাসকট প্লাজার সামনে যানবাহন তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেয়। কিন্তু সিগন্যাল অমান্য করে প্রাইভেটকার নিয়ে পালানোর সময় এর যাত্রীরা র‌্যাবকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও এসময় পাল্টা গুলি ছুড়লে গাড়ি ফেলে এর দুই যাত্রী পালিয়ে যান। পরে কাছে গিয়ে গাড়ির ভেতরে সাজু ও জহিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় র‌্যাব। এসময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, তিনটি ধারালো চাপাতি, হাতুরি উদ্ধার করা হয়। পরে এসব অস্ত্রসহ গাড়িটি আটক করে র‌্যাব।

এদিকে, র‌্যাব-১ এর ডিএডি আলিউর জামান গুলিবিদ্ধ সাজু ও জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সকাল ৮টার দিকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud