November 6, 2025
ঢাকা : বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ঢাকা জেলা বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।এতে পুলিশ ১৬ জনকে আটক করেছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতাল আহ্বান করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।
ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করছে বিএনপির নেতাকর্মীরা। তবে, ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত রয়েছে।
এমএ মান্নানের ব্যক্তিগত রাজনৈতিক সহকারী মো. রফিক জানান, আমানউল্লাহ আমানকে জেলাগেট থেকে গ্রেপ্তার এবং ফের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রতবিাদে আগামীকাল বুধবার ঢাকা জেলার সব উপজেলায় হরতাল পালন করা হবে। তবে ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
হরতালে আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকেই ঢাকা জেলার বিভিন্ন উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে।
উল্লেখ্য, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। তবে পরদিন আটক তিন শীর্ষ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন খোকাকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫৩ নেতাকে জেলহাজতে পাঠানোর পর তাদের মধ্যে ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।
আমান উল্লাহ আমানসহ অনেক নেতাকর্মী এখনও আটক রয়েছেন। একই দাবিতে গত ২১ মার্চও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ঢাকা জেলা বিএনপি।