পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অস্ত্রোপচার করাতে হচ্ছে না নাসিরকে

Posted on May 21, 2013 | in খেলাধুলা | by

151970308

ঢাকা: অস্ত্রোপচার করাতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেট তারকা নাসির হোসেনকে। বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কাঁধে অস্ত্রোপচার করানোর কথা ছিল। এদিনই দেশে ফিরছেন তিনি।

জাতীয় দলের এই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে কাঁধের চোট নিয়ে খেলছিলেন। ব্যাটিং ও বোলিংয়ে চোট কোনো প্রভাব ফেলতে না পারলেও ফিল্ডিংয়ে সমস্যা হচ্ছিল। সর্বশেষ জিম্বাবুয়ে সফর শেষে দেশে না ফিরে সোজা দক্ষিণ আফ্রিকায় এই চোট সারাতে বিশেষজ্ঞের শরনাপন্ন হন রংপুরের এই ক্রিকেটার।

অস্ত্রোপচারের দিনক্ষণ ঠিক করা হলেও জানা গেছে তেমন গুরুতর কোনো সমস্যা নেই। বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বিভব সিং নিশ্চিত করেছেন, বুধবার দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে নাসিরকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud