পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ থেকে ২৪০টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

Posted on May 21, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

3399383184_301c790b75_o

মৌলভীবাজার: দৈনিক মজুরি ১২০ টাকা, লেবার হাউস দখলমুক্তকরণ, ভিটা উচ্ছেদ আইন বাতিল এবং চা ছাত্রবৃত্তি ফের চালুসহ ২০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার থেকে ২৪০টি চা বাগানের শ্রমিকরা একযোগে কর্মবিরতি শুরু করছেন। কর্মবিরতি চলাকালে সব চা বাগানে চলবে বিক্ষোভ মিছিল ও সভা।

জানা যায়, ২০০৮ সালের ২ নভেম্বর চা শ্রমিকরা সরাসরি ভোট দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচিত প্রতিনিধিরা শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউসের দায়িত্ব গ্রহণ করেন। এক বছরের মধ্যে তারা চা শ্রমিকদের মজুরি ৩২ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ টাকা করেছিলেন। বছরে দুটি উৎসব বোনাস ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২০০ টাকা করেছিলেন। কিন্তু ওই নির্বাচনে পরাজিত শক্তি বিজয় প্রসাদ বুনার্জি ক্ষমতাসীন দলের প্রভাবে ২০০৯ সালের ২৫ নভেম্বর লেবার হাউস দখল করে নেন।
কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানের শ্রমিকরা জানান, ২০১১ সালের ১ সেপ্টেম্বর থেকে চা শ্রমিকরা চা বাগান মালিকপক্ষের কাছে ২০ দফা দাবি জানিয়েছিলেন। এ দাবি আদায়ে তারা কর্মবিরতি শুরু করছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud