November 6, 2025
ঢাকা : অনিশ্চয়তার মুখে পড়েছে ডিসিসি নির্বাচন। ডিসিসির সীমানা নিয়ে জটিলতার অবসান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে একটি গোপন সূত্র জানিয়েছে, সরকার এ মুহুর্তে ঢাকা সিটি নির্বাচন করতে চায় না। যে কারনে আদালতের বাধা না থাকলেও কৌশলে নির্বাচন বিলম্বিত করা হলো।
উল্ল্যখ্য, গত সপ্তাহে হাইকোর্ট ডিসিসি নির্বাচন সংক্রান্ত রিটের স্থগিতাদের প্রত্যাহার করার পর নির্বাচন কমিশন জানিয়েছিলো দ্রুততম সময় নির্বাচন আয়োজন করা হবে। এক্ষেত্রে আদালতের রায় পাবার পরপরই ইসি নির্বাচনের প্রস্তুতিও শুরু করে।
নির্বাচন কমিশন সচিবও জানিয়েছিলেন এ সপ্তাহের মধ্যে বিভক্ত ডিসিসি (উত্তর দক্ষিণ) তফসিল ঘোষণা করা হতে পারে। কিন্তু আজকের বক্তব্যের পর আবারও তা নিয়ে অনিঞ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশনের পুরনো সীমানা দিয়েই ইসি নির্বাচন আয়োজনে চিন্তাভাবনা শুরু করেছিল। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নতুন করে নির্দেশনা দিয়ে ইসিতে চিঠি দেয়া হয় সরকারের পক্ষ থেকে।
কমিশনার জানান, ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে সীমানা দিয়েছে, সেখানে সুলতানগঞ্জ ইউনিয়নকে বাদ রাখা হয়েছে এবং এই ইউনিয়নকে বাইরে রেখেই নির্বাচনের পরামর্শ দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন মনে করে, যেহেতু সুলতানগঞ্জ ইউনিয়নও ঢাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত, তাই এই ইউনিয়নকে বাইরে রেখে নির্বাচন করা আইনসঙ্গত হবে না। এমতাবস্থায় সীমানার এই জটিলতা নিরসনের পরেই নির্বাচনের তফসিল হবে।
উল্লেখ্য, গত বছর ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পর আগ্রহী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্রও ক্রয় করেন। সেসময় আদালতে একটি রিটের কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়।
তবে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কিশোরগঞ্জ-৪ শূন্য আসনের উপ-নির্বাচন এবং নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে বুধবার কমিশন বৈঠক করবে।