পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিষেধাজ্ঞা ভঙ্গ বাম মোর্চার

Posted on May 21, 2013 | in জাতীয় | by

s7

ডেস্ক রিপোর্ট : সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশের চেষ্টা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নিষেধাজ্ঞা ভঙ্গ করে গতকাল বিকালে তোপখানা রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল করে তোপখানা রোড থেকে প্রেস ক্লাবের সামনে যেতে চাইলে পুলিশ তোপখানা রোডের মুখে ব্যারিকেড সৃষ্টি করে বাধা দেয়। ফলে সেখানে পুলিশের সঙ্গে বাম মোর্চার কর্মীদের বাকবিত-া হয়। মানবজমিন
এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বলে মিছিলকারীরা অভিযোগ করেন। পরে গলির মুখেই সমাবেশ করেন বাম মোর্চা ও বাসদ নেতাকর্মীরা। নেতৃবৃন্দ সমাবেশে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থি। জনগণের গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দিয়ে সরকার নিজেদের ফ্যাসিবাদী চরিত্রকেই হাজির করছে। আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং সহিংসতা বন্ধের অজুহাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মূলত জনগণের মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন্ন করেছে। সরকার তার অপশাসন-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের আন্দোলন কর্মসূচিকে দমন করতেই সভা-সমাবেশের উপর এক মাস সময়ের নিষেধাজ্ঞা জারি করেছে। টিকফা চুক্তি এবং ভারতের স্বার্থে রামপাল প্রকল্প বাস্তবায়নের দেশবিরোধী তৎপরতা সরকার শুরু করেছে এবং দেশবিরোধী এই টিকফা ও রামপালসহ জনগণের স্বার্থ নিয়ে যাতে দেশে আন্দোলন গড়ে উঠতে না পারে মূলত সে কারণেই এই নিষেধাজ্ঞা। সন্ধ্যায় এ বিজ্ঞপ্তিতে সংগঠনদ্বয়ের নেতারা মিছিলে পুলিশি লাঠিচার্জের নিন্দা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের অন্যতম নেতা ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের সামাজতান্ত্রিক দলের (মাহবুব) নেতা ইয়াসিন মিয়া, বাংলাদেশের সামাজতান্ত্রিক দলের নেতা আতিকুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হকসহ গণতান্ত্রিক বাম মোর্চার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে নিষেধাজ্ঞা তুলে না নিলে জনগণের দুর্বার আন্দোলনের মুখোমুখি হতে হবে। নেতারা আগামী ২২শে মে ১০ দফা দাবি আদায়ে মিরপুরে শ্রমিক-জনতা সমাবেশ এবং ২৮শে মে সচিবালয় ঘেরাও কর্মসূচি পূর্ব-ঘোষণা অনুযায়ী পালিত হবে বলে তারা জানান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud