পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুক্তরাষ্ট্রের ওকলাহামায় ভয়াবহ টর্নেডোতে নিহত ৫১

Posted on May 21, 2013 | in আন্তর্জাতিক | by

image_38649_0

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের ওকলাহামা সিটিতে এক শক্তিশালী টর্নেডোতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে এটি ওকলাহামা সিটির মুর শহরতলিতে এটি আঘাত হানে। প্রায় দুই মাইল প্রসস্ত এই শক্তিশালী টর্নেডো ৪৫ মিনিট ব্যাপী ওকলাহামায় তার ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। টর্নেডোর ধাক্কায় উড়ে যায় ঘর-বাড়ি থেকে শুরু করে বড় গাড়িও। উপড়ে যায় গাছপালা।
নিহতদের মধ্যে শহরের প্লাজা টাওয়ারস এলিমেন্টারি স্কুলের ৭ শিশু রয়েছে। স্কুলটি টর্নেডোর আঘাতে ধসে পড়েছে। এখনো স্কুলটির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে ওকলাহামা শহর কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টর্নেডোয় আহত প্রায় ৬০জনকে মুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।তবে বিবিসি জানায়, গুরুতর আহত ১২০ জনকে মুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬০টি শিশু রয়েছে।

এদিকে টর্নেডোর ফলে ওকলাহামা সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় দুটি স্কুলসহ অস্যখ্য বাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩২ হাজার মানুষ। টর্নেডোতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  টর্নেডো সতর্কতায় ওকলাহামার সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশটির কেন্দ্রীয় বিমান এভিয়েসন কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর জন্য ওকলাহামায় সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud