November 5, 2025
ঢাকা: পাকিস্তানে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে দেশটির শীর্ষ নারী রাজনীতিক জাহরা শহীদ হুসেইন নিহত হয়েছেন। তিনি ইমরান খানের পার্টি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট ছিলেন। শনিবার রাতের শেষ দিকে এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক ও পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত তার হাতব্যাগ ছিনিয়ে নিতে চাইলে জাহরা এতে বাধা দেন। এসময়ই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। ঘটনার কিছুক্ষণ আগেই জাহরা বাড়ি থেকে বের হয়েছিলেন। ঘটনার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায়। পাকিস্তানি পুলিশের সিনিয়র কর্মকর্তা নাসির আফতাব জানান, আপতদৃষ্টিতে এটা একটি হ্যান্ডব্যাগ চুরির ঘটনা। এ নিয়ে তদন্ত করলে হয়তো অন্য কিছু বের হয়ে আসতে পারে।
এদিকে, তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রধান আলতাফ হুসেইন এ হত্যার জন্য দায়ী।
ইমরান খান এর আগে আলতাফ হুসেইনের বিরুদ্ধে হুমকি ও পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টিতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন।
তিনি দেশজুড়ে আলতাফ হুসেইনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। জাহরার হত্যাকাণ্ডের বিষয়ে দলটির এক নেতা জানান, তার মাথায় দুটি গুলি করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন।
গত ১১ মে অনুষ্ঠিত পাকিস্তান সাধারণ নির্বাচন নিয়ে বির্তক সৃষ্টি হওয়ায় করাচির ৪৩টি কেন্দ্রে রোববার পুনরায় ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।