পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগামী একমাস সভা-সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted on May 19, 2013 | in জাতীয় | by

anigif

ডেস্ক রিপোর্ট : আগামী এক মাস কাউকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড, মহীউদ্দীন খান আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের এ জানান মন্ত্রী।

বিএনপি একটি গণতান্ত্রিক দল, তবুও কেন সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সভা-সমাবেশের নামে গাড়ি ভাঙচুর করে, জ্বালাও-পোড়াও করে, দোকান-পাঠে আগুন দেয়, পবিত্র মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয়, তাদের আর কোথাও সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে না।’

তবে সারা দেশেই সভা-সমাবেশ নিষিদ্ধ নাকি শুধু রাজধানীতে তা স্পষ্ট করেননি মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যারা সমাবেশের অনুমতি চাচ্ছেন কিংবা যাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না, তাদের মনে রাখা উচিত সংবিধানের যুক্তিসঙ্গত বিধি- নিষেধ সাপেক্ষে অনুমতি দেয়ার কথা থাকলেও আগামী একমাস কোনো দলকেই সভা সমাবেশের অনুমতি দেয়া হবে না।’

সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখনো সংলাপের পক্ষে, বিরোধী দল সংসদ অথবা সংসদের বাইরে যেকোনো জায়গায়ই আলোচনায় বসতে পারে, তবে সংসদই আলোচনা সর্বোত্তম জায়গা।’

উল্লেখ্য, গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানকারী হেফাজত কর্মীদের সরিয়ে দেয়ার পর রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সমাবেশের জন্য দুই দফা আবেদন করেও অনুমতি পায়নি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তাছাড়া গত কয়েক দিন ধরে প্রেস ক্লাবের সামনে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। নতুনবার্র্তা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud