পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইন্টারনেটে আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

Posted on May 19, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

anigif

ঢাকা: ইন্টারনেটে আপলোড গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই গতি আবারো ১০০ ভাগ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

রোববার দুপুরে সাংবাদিক সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান এ কথা জানান। সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানান তিনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ইন্টারনেটে কোনো ভয়েস ট্রান্সফার হয় কি না, তা বোঝার জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েকে গত কয়েকদিন ইন্টারনেটে আপলোড স্পিড ৭৫ শতাংশ কমিয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি।”
উল্লেখ্য, বিটিআরসির এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ইন্টারনেট ব্যবহারকারী সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপেক্ষিতে চার দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করলো বিটিআরসি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud