পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপির ২৭ নেতাকর্মী জেলগেট থেকে ফের আটক

Posted on May 18, 2013 | in রাজনীতি | by

sohel20130518030212 (1)

ঢাকা: জামিনে মুক্তির পর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেলসহ ২৭ নেতাকর্মীকে জেলগেট থেকে ফের আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার জামিন পান ওই ২৭ নেতাকর্মী। শনিবার সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তারা। কারাগার থেকে বের হয়ে এলে গোয়েন্দা পুলিশের একটি দল জেলগেট এলাকা থেকে তাদের ফের আটক করে নিয়ে যায়।

আটককৃতদের রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসের অভিযান চালিয়ে ১৫৭ জন নেতকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছিল।

পরদিন ১২ মার্চ ১৫১ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। ২০ মার্চ রাজধানীর ১৫১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে ২ মামলায় ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন পৃথক দু’টি ম্যাজিস্ট্রেট আদালত। পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা (২১ নম্বর) ও একই থানার দ্রুত বিচার আইনে করা মামলায় (নম্বর ২০) তাদের রিমান্ডেও নেওয়া হয়েছিল।

তবে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই জামিনে মুক্ত হয়েছেন। তবে কয়েকজনকে জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud