পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাঁধুনির পাশে ট্যাব ‘শেফপ্যাড’

Posted on May 16, 2013 | in তথ্যপ্রযুক্তি | by

archoschefpadট্যাবলেটের ব্যবহার শেষপর্যন্ত এখন রান্নাঘর অবধি গিয়ে পৌঁছেছে। সম্প্রতি রাঁধুনির জন্য রান্নাঘরে ব্যবহারের উপযোগী ৯.৭ ইঞ্চি মাপের মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেট তৈরি করেছে ফ্রান্সের ইলেকট্রনিক পণ্য নির্মাতা আর্কোস।

আর্কোসের এ ট্যাবলেটটির নাম ‘শেফপ্যাড’। এ তথ্য জানিয়েছে এনগ্যাজেটস।
‘শেফপ্যাড’ ট্যাবলেটটিতে রান্নাঘরের আগুন প্রতিরোধী বিশেষ কেস রয়েছে।
এছাড়াও ১.৬ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি রয়েছে। রান্নার ছবি তোলার জন্য সামনে ও পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। জুন মাসে বাজারে আসবে এ ট্যাবলেট আর দাম পড়বে ২১০ মার্কিন ডলার।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud