পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাবুনগরী ২২ দিনের রিমান্ডে

Posted on May 16, 2013 | in ইসলাম | by

2013-05-08-14-25-32-518a605cec25a-untitled-9

ঢাকাঃ হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জানাইদ বাবুনগরীকে পুনরায় ২২ দিনের রিমান্ড দেয়া হয়েছে। ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে ৪ দিনসহ অপর দুটি মামলায় ৯ দিন করে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে হত্যা ও বিস্ফোরক মামলায় ৯ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজই তাকে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে তিনটি মামলায় মোট ২৬ দিনের রিমান্ড চাওয়া হয়।

১৩ দফা আদায়ের জন্য হেফাজতের সঙ্গে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা যুক্ত হয়ে গত ৫ই মে মতিঝিল ও পল্টন এলাকায় জঙ্গি কায়দায় লাঠি, রড ও দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যান চলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। তারা বিভিন্ন ভবন ও গাড়ি ভাংচুর এবং ভবনে, গাড়িতে ও ফুটপাতের বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। তাদের সরে যেতে বলা হলেও তারা অনড় থাকে। পরে তাদের সরিয়ে দিতে অপারেশন চালানো হয়। এতেও তারা পাল্টা আক্রমন করে পুলিশ হত্যা করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud