November 6, 2025
ঢাকা: “বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হলে ২০০৭ সালের মতো পরিণতি হবে না এর নিশ্চয়তা কি? বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পরিণতি গত তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে ভয়াবহ হবে না- এ নিশ্চয়তা কি তিনি দিতে পারেন?” বলে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী দলকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “জনসমর্থন এখন সরকারের পক্ষে। হুমকি-ধামকি দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলন করে লাভ নেই। সরকারের পতন ঘটানো যাবে না।” শেখ হাসিনা বৃহস্পতিবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন।
সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণবভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এ মতবিনিময় সভা শুরু হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন,“বিরোধী দলের নেতা যে আবার তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার করছেন, তত্ত্বাবধায়ক সরকার এসে তাকে আর আমাকে জেলে নিয়েছিল। তার ছেলেদের দেশছাড়া করেছে।”
“আবার তত্ত্বাবধায়ক সরকার এলে সেই পরিস্থিতি হবে না- এ নিশ্চয়তা কি তিনি দিতে পারবেন?” তিনি বলেন, “ওয়ান ইলেভেনে যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, তারা ব্যর্থ হলেও এখনো খায়েস শেষ হয়নি। তাদের সংগঠন নেই, দল নেই, রাজনীতিবিদদের বিষোদগার করে ক্ষমতায় যেতে চায়।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, “বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সব সময় বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলো।” “ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছিলো।
আওয়ামী লীগ ক্ষমতায় এলেও বিএনপি তাদের সেই পরিকল্পনা থেকে সরে আসেনি।”
“হেফাজতকে ব্যবহার করে তারা সরকারকে ফেলে দিতে পেয়েছিলো।”
শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিযে বলেন, “স্ব স্ব এলাকায় মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে। যাতে মাদ্রাসার ছাত্রদেরকে কেউ জঙ্গিবাদী কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে।”