November 6, 2025
ঢাকা: ২০১৩-১৪ বাজেট সরকারের জন্য যথেষ্ট কষ্টকর বাজেট হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “এটি বর্তমান সরকারের শেষ বাজেট। চলামান সংকটের কারণে এবারের বাজেট প্রণয়ন আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর আগে আমি সাতটি বাজেট প্রণয়ন করেছি কিন্তু এই ধরনের বিপর্যয়ে পড়িনি।”
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই’র যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৪তম সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “পদ্মা সেতুতে পাঁচ হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হবে। এই বরাদ্দের কারণে অন্যখাতে কোনো প্রভাব পড়বে না।
কালো টাকা বিষয়ে মন্ত্রী বলেন, “পৃথিবীর সবদেশের অর্থনীতিতেই কালো টাকা আছে। আমাদের দেশে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া তা আন্তর্জাতিক স্বীকৃত।”
ব্যবসায়ীদের কর হ্রাস করার প্রস্তাবে মন্ত্রী বলেন, “বাজেটে সবাই কর হ্রাসের কথা বলেছেন কিন্তু শুধু যদি কর হ্রাস করাই হয় তবে সরকার কীভাবে ব্যয় নির্বাহ করবে। বাংলাদেশের জনগণ সবচেয়ে কম কর দেয়। দক্ষিণ এশিয়ার মধ্যেও কম, এমনকি নেপালের চেয়েও আমাদের দেশে কম কর ধরা হয়।”
ব্যাংকের সুদের হার বেশি থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ব্যাংকের সুদের হার নির্ধারণের বিষয়টি সরকার কর্তৃত্ব করে না।”
অনুষ্ঠানে এফবিসিসিআই, ডিসিসি, বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন