November 5, 2025
মুম্বাই: ফ্লপ ছবি থেকে স্বয়ম্বর, উনি যাই করুন না কেন সবেতেই সংবাদের শিরোনামে। পরিচালক কাম সহ অভিনেতার সঙ্গে অন্তর্বাস কিনতে গেলেও পিছনে মিডিয়া দৌড়ায় আবার গোঁসা করে অজানার পথে চলে গেলেও মিডিয়ায় হইহই। তা হবে নাই বা কেন? অভিনেত্রীর নাম যে বীনা মালিক।
পাকিস্তানের এই মডেল কাম অভিনেত্রী ভারতে আসা ইস্তক আর কাউকে সুস্থির হতে দিচ্ছেন না। ছলাকলা-রূপ সব ভাঙিয়ে বীনা সেই বিগ বস থেকে যা বসগিরি শুরু করেছেন, তাতে পুরুষরা তো বটেই, নারীরাও প্রায় সকলেই কাতর। তবে ইদানিং বিগ বসের গত সিজনের পর্নস্টার সানি লিওনের মার্কেট আর বীনার মার্কেট নিয়ে তুলনা-আলোচনা শুরু হতেই বীনা সাফ জানিয়ে দিয়েছেন, উনি মোটেই পর্নস্টার নন।
কাজের প্রয়োজনের শরীর লাস্যে দর্শকদের মাত করতে ওঁর আপত্তি নেই বটে, কিন্তু তাই বলে নিজেকে পর্নস্টারদের সঙ্গে তুলনায় ভীষণ খাপ্পা মেয়ে। সাফ জানিয়ে দিয়েছেন, সুদূর পাকিস্তান থেকে উনি এদেশে পড়ে আছে শুধুমাত্র অভিনয় আর পেশার জন্যই। মুশকিল হল বীনার এহেন দাবি নিন্দুকেরা না মানতে চাইলেও মেয়ে বলছেন, তার জীবন নিয়ে তিনি যা বলবেন তাই-ই শেষ কথা।
সম্প্রতি বীনার দুটি বলিউড ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু তাই বলে বলিউড নিয়ে বিন্দুমাত্র খাপ্পা নন তিনি। জানাচ্ছেন, ছম্মো আর গলি গলি চোর হ্যায় আইটেম ডান্সে বলিউড তাকে ভালোভাবেই ট্রিট করেছে। আর হিন্দি ছবি অনেক দিন পর মুক্তি পেলেও দক্ষিণী ছবিতে প্রচুর কাজের কথা জানাচ্ছেন তিনি।
নানা ছবিতে তার খোলামেলা পোশাক আর উষ্ণ দৃশ্যে অভিনয় নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এমনকি বহু পুরুষকে জড়িয়ে বীনাকে নিয়ে নানা কথাও উঠেছে। কিন্তু এ মেয়ে সেসবে পাত্তা দিতে নারাজ। বলছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে উনি মুখ খুলবেন না। আর সিনেমায় এমন কিছু করেননি যা এর আগে কেউ করেনি। ছবির স্বার্থে খোলামেলা পোশাক বা হট সিন অনেকেই এর আগে করেছেন, উনিও করছেন। কিন্তু তাই বলে নিজেকে কোনো পর্নস্টারের সঙ্গে মেলাতে নারাজ তিনি। শার্লিন চোপড়া বা পুনম পা-ের সাহসী দৃশ্যের সঙ্গে তার কাজকে তুলনা করতেই বেশ ক্ষেপে গেছেন।
“এই তুলনা একেবারেই ঠিক নয়। আমি মোটেও কোনো পর্নস্টার নই এবং ভবিষ্যতে হতেও চাই না। আমি কখনও সম্পূর্ণ নগ্ন হয়ে শ্যুট করিনি। ব্যাকলেস পোশাক পরে অভিনয় করা আর নগ্ন হয়ে ফোটোশ্যুট করার মধ্যে পার্থক্য আছে। মানুষ এই ফারাকটা বোঝে না বলেই আমায় ওদের সঙ্গে গুলিয়ে ফেলে। আমি জানিয়ে দিতে চাই, আমি কখনও পর্ন ছবিতে কাজ করিনি, করবও না। যেটুকু সাহসী পোশাক পরেছি বা দৃশ্য করেছি সবটাই আমার সিনেমার কাজে”, খুব স্পষ্ট জবাব মেয়ের।
কিন্তু নিন্দুকের মুখ কি আর তাতে বন্ধ থাকে? প্রায়শই বীনাকে নানান ধরনের বিতর্কিত পোশাক আর নানান পুরুষের সঙ্গে ফোটোশ্যুটে দেখার পরে বীনার এহেন বক্তব্যে নিন্দুকেরা মুখ টিপে হাসছে বইকি।