November 6, 2025
ঢাকা: ঢাকার আশুলিয়া অঞ্চলের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘কোম্পানি আইনের ১৩ (১) ধারার ভিত্তিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘শ্রমিক নামধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলক ও নাশকতা সৃষ্টির জন্য দিনের পর দিন এ খাতকে অস্থিতিশিল করার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে আমরা ভবিষ্যতে সব পোশাক কারখানা বন্ধ করতে বাধ্য হবো।’
সংবাদ সম্মেলনে বিজিএমইএর নেতারা শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এ অঞ্চলের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সকালে কারখানায় কাজ করতে এসে তাদের হাজিরা দিয়ে চলে যায়। তারা তাদের কর্মে যোগ দেয় না। এসব শ্রমিক কারখানার বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলছে।
এ সময় বিজিএমইএর সহ-সভাপতি বলেন, ‘শ্রমিক নামধারী এসব লোকদের কারণে আজ পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে। তাদের কারণে ওই অঞ্চলের গার্মেন্ট মালিকরা আজ নিরাপত্তাহীন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি এসএম মান্নান কচি, শহিদুল্লা আজিজ প্রমুখ।