November 6, 2025
রিয়াদঃ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বহির্বিশ্বে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে বাংলাদেশ ইন্টা.স্কুল এন্ড কলেজ জেদ্দা(বাংলা মাধ্যম)। তবে ফলাফলে তেমন ভালো করতে পারেনি সৌদি আরবে অবস্থিত আরও একটি স্কুল বাংলাদেশ ইন্টা. স্কুল এন্ড কলেজ রিয়াদ (বাংলা মাধ্যম)।
দেশের বাহিরের কেন্দ্রগুলোর মধ্যে শতভাগ পাস সহ প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ ইন্টা. স্কুল এন্ড কলেজ জেদ্দা (বাংলা মাধ্যম)। এ স্কুল থেকে এবারের পরীক্ষায় মোট ৯৬জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এর মধ্যে জিপিএ-৫ ৪৭ জন, জিপিএ-৪ ৩৭ জন, জিপিএ-৩ ৯ জন এবং বি ও সি গ্রেডে ৩ জন পাশ করেছে। এছাড়া মানবিকে ৮ জন,বিজ্ঞানে ৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০ জন জিপিএ ৫ পেয়েছে।
এদিকে বাংলাদেশ ইন্টা.স্কুল এন্ড কলেজ রিয়াদ শাখা এবারের ফলাফলে তেমন ভালো করতে পারেনি। প্রকাশিত ফলাফলে দেখা যায় এই কেন্দ্র থেকে মোট ৬৭ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১ জন, জিপিএ ৪ পেয়েছে ৩২ জন, এবং অন্যান্য গ্রেডে পাস করেছে ২০ জন । মোট ৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অকৃতকার্যরা সবাই ব্যবসায় শিক্ষা বিভাগের অনিয়মিত শিক্ষার্থী। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেদ্দা স্কুলের প্রিন্সিপাল অধ্যাপক রফিকুল ইসলাম ফারুকী
জানান, “অভিজ্ঞ শিক্ষক, দক্ষ পরিচালনা পরিষদ এবং কনস্যুলেটের আন্তরিক সহযোগিতার কারণেই আমাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। সকলের আন্তরিক চেষ্টায় ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখায় আশাবাদও ব্যক্ত করেন তিনি।”
রিয়াদ স্কুলের প্রিন্সিপাল অধ্যাপক বদরুল আলম তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, “ফলাফল আরেকটু ভালো হতে পারতো। স্কুলে বিভিন্ন সমস্যার কারণে শতভাগ পাস সম্ভব হয়নি।” ব্যবসায় শাখার ৪ জন শিক্ষার্থীর অকৃতকার্যতাকে দুঃখজনক বলে অভিহিত করেন তিনি।