পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারী স্পিকারের কাছে প্রথম শপথ নেয়া এমপি মালেক

Posted on May 13, 2013 | in জতীয় সংসদ | by

anigif

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল জলিলের মৃত্যুতে শূন্য নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আব্দুল মালেক এমপির শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত এ সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৩০ এপ্রিল সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী দিনে সংসদ সদস্যরা দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত করেন। এরপর নওগাঁ-৫ আসনের এমপি আব্দুল মালেক প্রথম নারী স্পিকারের কাছে শপথ নিলেন।

শপথ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ এমপি, মুহা. ইমাজ উদ্দিন প্রাং এমপি, মো. ইসরাফিল আলম এমপি, খালিদ মাহম্মুদ চৌধুরী এমপি, মো. শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, রওশন জাহান সাথী এমপি, রুবী রহমান এমপি, শাহিন মনোয়ারা হক এমপি ও জাহানারা বেগম এমপি। এছাড়াও জাতীয় সংসদের সচিব মো. মাহফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud