November 5, 2025
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা দ্রুতবিচার আইনের মামলা বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে। মামলাগুলো শিগগিরই বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় পলাতক ৩৪ আসামীর বিরুদ্ধে পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তির প্রতিবেদন সোমবার আদালতে দাখিল হওয়ায় মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়। ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান প্রতিবেদন দেখে মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে বদলি হবে মর্মে আদেশ দেন।
এদিকে মামলার আসামি মওদুদ আহমদ হাইকোর্টে ব্যস্ত, মির্জা আব্বাস অসুস্থ ও মোয়াজ্জেম হোসেন আলাল অন্য মামলায় কারাগারে থাকায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল আমিন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করে পুলিশ। ১৬ এপ্রিল একই আদালত চার্জশিট আমলে নেন এবং পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৬ মার্চ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলাকালে এজাহারভুক্ত আসামিদের নির্দেশে বিকেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।